এই মুহূর্তে কলকাতা

এবার আত্মহত্যার হুমকি কুন্তলের।

কলকাতা, ১৭ ফেব্রুয়ারি:- ১৪ দিনের জেল হেফাজত শেষে যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে আবারও নগর দায়রা আদালতে পেশ করা হল। ইডি গত কালই প্রেসিডেন্সি জেলে গিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছে কুন্তলকে। ইডি সূত্রে জানা যাচ্ছে ২৫ জন এজেন্ট এর নাম পাওয়া গেছে যারা রাজ্য জুড়ে বিভিন্ন জেলা থেকে একাধিক ক্যন্ডিডেডদের টাকা কুন্তল ঘোষকে দিয়েছেন। তাদের মধ্যে ৮ জনকে এর মধ্যেই জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করা হয়েছে। আপার প্রাইমারীর জন্য ৮ লাখ টাকা, প্রাইমারীর জন্য ৭ লাখ টাকা এজেন্টদের থেকে নিত। এজেন্টদের জিজ্ঞাসাবাদ করে জন্য গেছে তারা যে ক্যন্ডিডেডদের নাম কুন্তল কে দিয়ে ছিলেন ডকুমেন্ট varification theke suru kore মেরিট লিস্ট এ নাম তুলে দিয়ে ছিল কুন্তল ঘোষ।

সেই প্যানেল হাইকোর্ট বাতিল করেছিল। প্যানেল বাতিল করার পর ও হাইকোর্ট থেকে সুবিধে পাইয়ে দেবার জন্য ১ থেকে ২ লাখ টাকা নেওয়া হয়েছিল। এজেন্টদের জিজ্ঞাসাবাদ করে করা কত টাকা দিয়েছে কাদের নাম মেরিট লিস্ট এ এসেছে তাদের তালিকা তৈরি করা হচ্ছে। এই সমস্ত তথ্য পেশ করা হবে আদালতে। এর আগের দিন ইডি কোর্টে দাবি করে কুন্তল পার্থকে ১০ লাখ টাকা দিয়েছে। তার সঙ্গে মানিককেও কোটি কোটি টাকা দিয়েছিল। কুন্তল এর থেকে ৩ জন এই টাকা নিয়ে গিয়ে মানিককে দিয়েছে সেই নাম ইডি পেয়েছে। তাপস মন্ডল দাবি করেছেন কুন্তল কে তিনি ১৯ কোটি টাকা দিয়েছেন। কোর্ট তোলার সময় কুন্তল বলেন-আমার ১০০ কোটি টাকার সম্পত্তি, ১০০ কোটি টাকার গাড়ি এই অভিযোগগুলো ভিত্তিহীন। কাকে টাকা দিয়েছেন এই প্রসঙ্গে-গোপাল দলপতিকে দিয়েছি। নগর দায়রা আদালতে ঢোকার সময় বললেন কুন্তল। যদি প্রমাণ হয় তবে সুইসাইড করব।