হুগলি, ১৬ ফেব্রুয়ারি:- পথ দুর্ঘটনা মোকাবিলায় স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে পালিত হল সেফ ড্রাইভ। সেভ লাইফ কর্মসূচি। বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর টাউন হলে ওই অনুষ্ঠানে শ্রুতি নাটক, তাৎক্ষণিক বক্তৃতা এবং ভিডিও স্লাইড শো এর মাধ্যমে পথ দুর্ঘটনা মোকাবিলায় সচেতনতার দিক গুলি তুলে ধরা হয়। সাধারণ মানুষ যদি সচেতন হয়ে ট্রাফিক আইন মেনে চলে তাহলে পথ দুর্ঘটনায় লাগাম টানা সম্ভব বলে জানান পুলিশ আধিকারিকেরা।
এ দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন এডিসিপি ট্রাফিক পিনাকী রঞ্জন দাস, এসিপি ২ শুভঙ্কর বিশ্বাস, ডিসিপি শ্রীরামপুর অরবিন্দ আনন্দ, আই.সি শ্রীরামপুর দিব্যেন্দু দাস, টি.আই চুঁচুড়া মান্দাতা সাউ এবং টি,আই শ্রীরামপুর রাজেশ মণ্ডল।