এই মুহূর্তে খেলাধুলা

মার্কিন মুলুকেও মোহনবাগান দিবস।

স্পোর্টস ডেস্ক, ২৯ জুলাই:- মোহনবাগান দিবস উপলক্ষ্যে নিউইর্য়কের বিখ্যাত টাইম স্কোয়ারের ন্যাকডাক বিলবোর্ডে মোহনবাগানের ছবি ভেসে উঠল । বিলবোর্ডের ডিজিটাল স্ক্রিনে পালতোলা নৌকা আর সবুজ-মেরুন রঙ ভেসে উঠে । ঘড়ির কাঁটার রাত ১২টা ছুঁতে ভারতীয় সময় মিলিয়ে ঐতিহাসিক ক্লাব মোহনবাগানের ঐতিহ্যের মোহনবাগান দিবস দিনটা মার্কিন যুক্তরাষ্ট্রে পালন করা হয়েছে । করোনা আবহে এবার মোহনবাগান দিবসে, বাগান তাঁবুতে জাঁকজমক না থাকলেও ফ্যানেদের মধ্যে উন্মাদনার শেষ নেই । এবার অনলাইনেই হয় সব অনুষ্ঠান । আর অন্যদিকে গৌরবের মোহনবাগান দিবস দিন স্মরণ করে সম্মান জানালো মার্কিন যুক্তরাষ্ট্র ।