এই মুহূর্তে কলকাতা

নিয়োগ নিয়মে পরিবর্তন।

কলকাতা, ১৬ ফেব্রুয়ারি:- নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। চলতি বছরেই নতুন এই নিয়মাবলী প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। আকাশবাণীকে তিনি জানিয়েছেন, ইন্টারভিউ এবং কাউন্সেলিং প্রক্রিয়া ফেরানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কমিশনের পক্ষ থেকে রাজ্য সরকারের কিছু প্রস্তাব পাঠানো হয়েছে। সেগুলি নিয়ে এখন আলোচনা চলছে। সবকিছু চূড়ান্ত হলেই, নতুন রুল বা নিয়মবিধি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সিদ্ধার্থবাবু। তিনি বলেন, প্রথমে নবম-শ্রেণির এবং পরে একাদশ-দ্বাদশের জন্য নিয়মাবলী প্রকাশ করবে কমিশন।

উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ২০১৬ সালে কিছু নিয়মের পরিবর্তন করা হয়েছিল। এরপর ২০১৯-২০তে সেই নিয়মে কিছু সংশোধন করা হয়। ২০২০ সালের আগের নিয়ম অনুযায়ী, ইন্টারভিউয়ের জন্য ১০ নম্বর বরাদ্দ থাকত। এরপর সফল প্রার্থীদের স্কুল বাছাইয়ের জন্য কাউন্সেলিংয়ে ডাকা হত। স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে, প্রিলিমিনারি ও বিষয়ভিত্তিক, দুটি ধাপে পরীক্ষা নেওয়ার কথা ভাবা হচ্ছে। এছাড়া, প্রার্থীদের মাধ্যমিক থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত নম্বরের সঙ্গে বিএডের নম্বর মিলিয়ে ৩৫ নম্বর বরাদ্দ থাকত। এখন তা তুলে দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।