এই মুহূর্তে জেলা

বাতিল ইঞ্জিনের বাইক বিক্রি গ্রেপ্তার দুই, নজরে বড় চক্র শ্রীরামপুর থানার।


হুগলি, ১৫ ফেব্রুয়ারি:- বিএস-৪ ইঞ্জিনের বাইক বিক্রি বন্ধ হয়েছে ২০১৭ সালের ৩১ মার্চ।রেজিস্ট্রেশনও বন্ধ হয়েছে একই সঙ্গে।সেই বাতিল বাইক বিক্রি করে গ্রেফতার হল দুজন। শ্রীরামপুর থানায় গতকাল প্রিমিয়ার হন্ডা শোরুমের মালিক অভিনব আগরওয়াল একটি অভিযোগ দায়ের করেন।শ্রীরামপুর নগার মোরে হন্ডার শোরুম ম্যানেজার সাবির খান ও এক কর্মচারী জিতু ওঝা বাতিল বিএস-৪ ইঞ্জিনের ২২ টি বাইক বিক্রি করে দেয় মালিককে না জানিয়ে। গত এক বছর ধরে এই বাইক গুলি বিক্রি করা হয়েছে

গ্রামাঞ্চলের ক্রেতাদের এই বলে যে স্থানীয়ভাবে ওই বাইক চালাতে হবে।তবে কোনো বাইকেরই রেজিস্ট্রেশন হয়নি। কম দামে নতুন বাইক কিনেছিলেন যারা তারা অবশ্য কোনো অভিযোগ করেননি বা তারা গুরুত্বও বোঝেননি।তবে শোরুমের অডিটে ধরা পরে বাইক বিক্রির ঘটনা। শ্রীরামপুর থানার পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে।ধৃত সাবির খান যারা বাড়ি শ্রীরামপুর মল্লিক পাড়া এবং জিতু ওঝা যারা বাড়ি এসকে নগর নয়াবস্তি রিষড়ায়।তাদের হেফাজতে চেয়ে আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হয়।শ্রীরামপুর থানার পুলিশ জানিয়েছে অভিযুক্তদের হেফাজতে নিয়ে বাইক গুলি উদ্ধার করা হবে।