এই মুহূর্তে কলকাতা

রাজ্যের তথ্য কমিশনার হলেন প্রাক্তন ডিজি বীরেন্দ্র।

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি:- রাজ্যের তথ্য কমিশনার হলেন প্রাক্তন ডিজি বীরেন্দ্র। বুধবার, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠকের পরে এই সিদ্ধান্তের কথা জানান পরীষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আমন্ত্রণ জানানো স্বত্ত্বেও বৈঠকে উপস্থিত ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ৬ মাসের বেশি সময় ধরে রাজ্যের মুখ্য তথ্য কমিশনারের পদটি শূন্য। ১৫ জন এই পদে আবেদন জানান। বয়সজনিত কারণে ৪জনের নাম বাদ যায়। এর পর ১১ জনের মধ্যে এক জনকে বাছাইয়ের পরে প্রক্রিয়া শুরু হয়। শেষ পর্যন্ত দশ জনের নাম নিয়ে আলোচনায় প্রাক্তন ডিজি বীরেন্দ্রের নামে সিলমোহর পড়ে। ফলে এই মূহুর্তে তথ্য কমিশনের তিন সদস্য। বীরেন্দ্র ছাড়াও রয়েছেন নবীন প্রকাশ ও রাজ কানোজিয়া।