এই মুহূর্তে কলকাতা

এক নজরে রাজ্য বাজেট।


এক নজরে রাজ্য বাজেট

যেখানে দেশে ২০২৩-২৪-এ আর্থিক বৃদ্ধি ৬.৯৫ হবে বলে মনে করা হচ্ছে, সেখানে বাংলায় ৮.৪১ শতাংশ হবে।
• রাজ্যের বিভিন্ন প্রকল্প দেশে সেরার শিরোপা পেয়েছে।
• ৩লক্ষ ৭১ হাজার দুয়ারে সরকার শিবির হয়েছে, উপকৃত ৯ কোটির বেশি মানুষ।
• স্বনির্ভর গোষ্ঠীকে ঋণদান, গ্রামীণ আবাস যোজনায় দেশের মধ্যে আমরা সেরা।
• জিএসটি রিটার্ন ৭০ থেকে ৯৫ শতাংশে উন্নীত হয়েছে, জিএসটি বাবদ রাজস্ব বৃদ্ধি ২৪.৪৬।
• রাজ্যের রিয়েল এস্টেটের বিকিকিনি অত্যন্ত বৃদ্ধি পেয়েছে।
• স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ হিসেবে ১৩ হাজার ৬৬০ কোটি টাকা দেওয়া হয়েছে, বরাদ্দ বেড়েছে ২৫ গুণ।
• স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের ফলে উপকৃত হয়েছে আবাসন শিল্প।
• ১০০ দিনে মিড ডে মিলে বরাদ্দ কমিয়েছে কেন্দ্র।
• কেন্দ্রের মূল্যবৃদ্ধিতে দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে।
• রাজ্যে এমএসএমই-র সংখ্যা ৯০ লক্ষ।
• ১.৮৮ কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডারের অধীন নিয়ে আসা হয়েছে।

দেউচা পাঁচামির কাজ সন্তোষজনকভাবে এগোচ্ছে।
• অনগ্রসর ওবিসি পড়ুয়াদের জন্য বৃত্তি, উপকৃত হচ্ছেন পড়ুয়ারা।
• নয়া প্রকল্পে মৎস্যজীবীদের অকাল প্র*য়াণে তাঁদের পরিবারকে ২লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে।
• ৩হাজার কোটি টাকা বরাদ্দ ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী।
• হাওড়ায় ঢালাই শিল্পের উন্নয়নে ফাউন্ড্রি পার্ক তৈরি হবে।
• বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন শুরু হলে ৩৫ হাজার কোটি টাকা বিনিয়োগ।
• রাজ্যে ১.৮৮ কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত করা হবে।
• জমি-বাড়ি ক্রয়ের ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটিতে ছাড় আরও ৬ মাস অর্থাৎ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে।
• খাদ্যসাথী প্রকল্পে ৯ কোটির বেশি মানুষকে যুক্ত করা হয়েছে।
• গ্রামীণ সড়ক উন্নয়নে ‘রাস্তাশ্রী’ প্রকল্প, যে খাতে ১১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে
• ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের আর্থিক সহায়তার জন্য ঋণ প্রকল্প।
• ৩৫০ কোটি টাকা বরাদ্দ।
• রাজ্য সরকারি কর্মচারীদের আরও ৩ শতাংশ ডিএ।
• পেনশনভোগীদের জন্যেও ৩ শতাংশ ডিএ বৃদ্ধি।
• মার্চ থেকেই বর্ধিত হারে ডিএ মিলবে।
• গ্রামীণ সড়ক উন্নয়নে ‘রাস্তাশ্রী’ প্রকল্প, যে খাতে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
• বিধায়কদের বরাদ্দ বাড়ানো হল, ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
• চা বাগানের আয় থেকে কৃষি আয়কর আইনে মিলবে ছাড়।