হুগলি, ১৪ ফেব্রুয়ারি:- ভাষা দিবস স্মরণে সাইকেল র্্যালি আয়োজিত হলো চন্দননগরে। বিগত ২ বছর ধরে ভাষা দিবস অনুষ্ঠানে বাংলাদেশের ঢাকায় পাড়ি দেন বাংলা ভাষাপ্রেমীরা। এবারেও তার অন্যথা হয়নি।
সাইকেলে সওয়ার হয়েই এবারও তারা চললেন ঢাকায়। সেখানে আয়োজিত ২১শে ফেব্রুয়ারি ভাষা দিবসের অনুষ্ঠানে উপস্থিত হবেন তারা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফের সাইকেল চড়েই ফিরবেন চন্দননগরে। মূলতঃ মাতৃভাষাকে সন্মান জানাতে ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসার দিনেই পাড়ি দিলেন তারা।