কলকাতা, ৯ ফেব্রুয়ারি:- কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রাজ্য সরকার চলতি আর্থিক বছরে কৃষকদের পাঁচ হাজার কোটি টাকা অর্থ সাহায্য করেছে।কেন্দ্রের সাহায্য ছাড়া নিজস্ব তহবিল থেকেই এই টাকা দেওয়া হয়েছে বলে রাজ্যের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় জানিয়েছেন। তিনি জানান, ২০১৮ সালে কৃষক বন্ধু প্রকল্প চালু হওয়ার পর থেকে এপর্যন্ত কৃষকদের এই প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এর ফলে তিনগুণ আয় বেড়েছে কৃষকদের।কৃষিমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে সুবিধাভোগীদের ৫ হাজার টাকার বদলে ১০ টাকা করে সাহায্য করা হচ্ছে। ন্যূনতম সহায়তা ২ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৪ হাজার টাকা। ৯১ লক্ষ কৃষক, বর্গদার এবং ভাগ চাষী কৃষক বন্ধু প্রকল্পের সাহায্য পাচ্ছেন।
Related Articles
পঞ্চম দফা থেকে বাকি পর্বগুলিতে করোনা বিধি বাধ্যতামূলক জানালো কমিশন।
কলকাতা, ১৬ এপ্রিল:-কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নির্বাচন কমিশন রাজ্যে আগামীকাল পঞ্চম দফা থেকে নির্বাচনের বাকি পর্বগুলিতে সব রাজনৈতিক দলের কাছে বাধ্যতামূলকভাবে করোনা বিধি মেনে চলার আবেদন জানিয়েছে। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু আজ কলকাতায় সাংবাদিকদের বলেন সংক্রমণ প্রতিরোধে কি ব্যবস্থা নেওয়া যায় সেই নিয়ে আজকের সর্বদলীয় বৈঠকে প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থী,কর্মী-সমর্থকদের বাধ্যতামূলকভাবে মাস্ক পড়া, […]
বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে জঙ্গলমহল সফর মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৩১ জুলাই:- বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে জঙ্গলমহল সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৯ আগস্ট ঝাড়গ্রাম স্টেডিয়ামে আদিবাসী দিবসের সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এই অনুষ্ঠান থেকেই একাধিক পরিষেবা প্রদান করারও কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। অসমর্থিত সূত্রের খবর, ঝাড়গ্রামে গিয়ে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক কর্মসূচি রয়েছে একগুচ্ছ। জানা গিয়েছে রাজনৈতিক কর্মসূচিও রয়েছে মমতার। যদিও, তাঁর […]
মন্ত্রীত্বের পাশাপাশি আপাতত দলীয় সমস্ত পদ থেকেও সরানো হলো পার্থ চট্টোপাধ্যায়কে।
কলকাতা, ২৮ জুলাই:- মন্ত্রীত্বের পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় কে আপাতত দলীয় সমস্ত পদ থেকেও সরিয়ে দেওয়া হচ্ছে। কলকাতায় আজ তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকের পর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একথা ঘোষণা করেন।তিনি জানান দলের সমস্ত পদ পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি তৃণমূল কংগ্রেসের মহাসচিব ছাড়াও দলীয় মুখপত্র জাগো বাংলার সম্পাদক, […]