এই মুহূর্তে কলকাতা

আবাস যোজনায় ৯৫ শতাংশের বেশি বাড়ি তৈরির অনুমোদন, জানালেন পঞ্চায়েত মন্ত্রী।

কলকাতা, ২ ফেব্রুয়ারি:- প্রধানমন্ত্রী আবাস যোজনায় লক্ষ্যমাত্রার ৯৭ শতাংশের বেশি বাড়ি তৈরীর অনুমোদন দেওয়া সম্ভব হয়েছে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার আকাশবাণীকে জানিয়েছেন রাজ্যে মোট ১১ লক্ষ ৩৪ হাজার ৪৮৮টি বাড়ি তৈরির জন্য ৩১ জানুয়ারির মধ্যে অনুমোদন দেওয়ার কথা ছিল। তারমধ্যে ১১ লক্ষের বেশি বাড়ির অনুমোদন দেওয়া সম্ভব হয়েছে। বাকি যে বাড়ি গুলির অনুমোদন দেওয়া সম্ভব হয়নি সেখানে আবেদনকারীদের জমি নেই বলে সমস্যা তৈরি হয়েছে।তাঁদের ক্ষেত্রে ৩১ মার্চ পর্যন্ত অনুমোদনের সময় রয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

সরকার সেই সব আবেদনকারিদের জমি ও সেই সংক্রান্ত নথির সংস্থানের উদ্যোগ নিচ্ছে। নবান্নের তরফে জানানো হয়েছে, শেষ সাত দিনে পঞ্চায়েত দপ্তরের তরফে ১২ হাজারেরও বেশি বাড়ি অনুমোদন দেওয়া হয়েছে। যাঁদের পদ্ধতিগত সমস্যার জন্য অনুমোদন আটকে ছিল সরকারের নির্দেশে পঞ্চায়েত দফতরের আধিকারিকরা তাঁদের বাড়ি বাড়ি গিয়ে সমস‌্যার নিরসন করেছেন। সরাকারি সূত্রে আরও জানা গেছে, কেরল, তামিলনাড়ু, মহারাষ্ট্রের মতো কয়েকটি রাজ্য আবাস যোজনায় নিজেদের কোটা ১০০ শতাংশ পূরণ করেছে।সব থেকে বেশি বাড়ির অনুমোদন বাকি রয়েছে বিহারে। তারপরে পিছিয়ে রয়েছে কর্নাটক, গুজরাট, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ এবং অসম।