এই মুহূর্তে জেলা

নওশাদ সিদ্দিকী’র নিঃশর্ত মুক্তির দাবিতে এবার হাওড়ায় বিক্ষোভ, পথ অবরোধ।

হাওড়া, ২ ফেব্রুয়ারি:- আইএসএফ নেতা এবং বিধায়ক নওশাদ সিদ্দিকীর নিঃশর্ত মুক্তির দাবিতে এবার হাওড়ার জগৎবল্লভপুরে বিক্ষোভ এবং পথ অবরোধ। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সন্তোষপুর মিদ্দেপাড়ায় হাওড়া আমতা রোড অবরোধ করেন আইএসএফ কর্মীরা। প্রায় এক ঘন্টা ধরে চলে অবরোধ। এই অবরোধের জেরে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে ছুটে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ।

পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে ফের যান চলাচল শুরু হয়। আইএসএফের অভিযোগ, তাদের নেতাদের জোর করে গ্রেপ্তার করা হয়েছে। তাদের যদি অবিলম্বে মুক্তি না দেওয়া হয় তাহলে রাজ্য জুড়ে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবে। এছাড়াও উলবেড়িয়ার নিমদীঘিতেও একই দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান আইএসএফ কর্মীরা।