এই মুহূর্তে জেলা

নবরূপে উদ্বোধন শ্রীরামপুর চাতরার পুলিশ ফাঁড়ি

হুগলি, ১ ফেব্রুয়ারি:- গঙ্গার পশ্চিম তীরে শ্রীরামপুরের চাতরায় ড্যানিস আমলে তৈরী হওয়া পুলিশ ফাঁড়ির নতুন রুপে আত্মপ্রকাশ করল। ১৮৬৩ সালে তৈরী হওয়া পুলিশ ফাঁড়ি শেষ দশ বছরের বেশি সময় ধরে কর্মীর অভাবে ঢিমে তালে চলছিল। বুধবার পুলিশ ফাঁড়ির পরিকাঠামোর সংস্কার করে নতুন করে চাতরাবাসী কে নিরাপত্তার বিষয়ে সুনিশ্চিত করল কমিশনারেটের পুলিশ।

এ দিন পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাগলভি জানান, চাতরা ফাঁড়িতে জেনারেল ডায়েরী ছাড়া ছোট খাটো অভিযোগ জানানো যাবে। এরফলে নাগরিকদের সুবিধা হবে। পুরসভা এলাকার ১,২,৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এই ফাঁড়ি থেকে পরিষেবা পাবেন। এ দিনের কর্মসূচিতে হাজির ছিলেন ডিসিপি শ্রীরামপুর অরবিন্দ আনন্দ, শ্রীরামপুর থানার আইসি দিব্যেন্দু দাস।