এই মুহূর্তে জেলা

রাজ্য থেকে টিবি মুক্তের ডাক চাঁপদানি পৌরসভার।


প্রদীপ বসু, ১ ফেব্রুয়ারি:- আর টি বি নয়।আসুন আমাদের রাজ্যকে টিবি মুক্ত করি।চাপদানিতে এই বার্তা দিল তৃণমূল নেতৃত্ব। চাপদানির ১৯ নং ওয়ার্ড এর বিলটোলিতে পৌরসভার প্রাথমিক স্বাস্ত্যকেন্দ্রে আজ টি বি রুগীদের পরিশেবা দেওয়ার নবনির্মিত ঘরের শুভ উদবোধন করলেন পৌরপ্রধান সুরেশ মিশ্র। ছিলেন ভাইস চেয়ারম্যান বিনয় কুমার সহ অন্যান্য কাউন্সিলর সরকারি স্বাস্থ্য আধিকারিক ও আশা কর্মীরা।

এই উদ্যোগে এলাকা ছাড়াও চাপদানির বহু মানুষ পরিশেবা পাবে বলে মনে করেন পৌরপ্রধান ও কাউন্সিলার।চাপদানিতে এক্টার পর একটা সমাজসেবা মূলক কাজ করে চলেছেন পৌরপ্রধান। সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন কাউন্সিলর ও কর্মীরা।শুনে নেব পৌরপ্রধান সুরেশ মিশ্র ও ১৯ নং ওয়ার্ড এর কাউন্সিলর সুরজ গুপ্তার কথা।এলাকার এক হিন্দি বালিকা বিদ্যালয়ে পরিদর্শন করেন সকলে।