হাওড়া, ৯ মার্চ:- আগামীকাল শুক্রবার ডিএ বঞ্চনার প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। এই ধর্মঘট সফল করতে হাওড়াতেও পুরসভা সহ বিভিন্ন সরকারি দফতরে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে। বকেয়া ডিএ-র দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছেন রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ। এর আগে গত ২০ ও ২১ ফেব্রুয়ারিতে তারা ‘পেনডাউন’ এর ডাক দিয়েছিলেন। এবার আরও সুর চড়িয়েছেন আন্দোলনকারীরা। আগামীকাল রাজ্য জুড়ে সরকারি অফিসগুলিতে ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।
একমাত্র জরুরি পরিষেবা ছাড়া সরকারি কর্মচারীরা কোনও কাজ করবেন না বলে হুঁশিয়ারি দিয়েছে যৌথ মঞ্চ। হাওড়া পুরসভায় সংগ্রামী যৌথ মঞ্চের এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে কংগ্রেসের সংগঠন। পুরসভার বাম সংগঠনের নেতা অভিজিৎ গুপ্ত বলেন, এর আগে ২ দিনের কর্মবিরতি পালন করা হয়েছে। আগামীকাল সরাসরি ধর্মঘট ডাকা হয়েছে। কংগ্রেস নেতৃত্বও জানিয়ে দিয়েছেন আগামীকাল বামেদের ধর্মঘটকে তারা সমর্থন করবেন।