এই মুহূর্তে কলকাতা

এবার থেকে ২৪ ঘন্টার মধ্যেই মিলবে, ড্রাইভিং লাইসেন্স।

কলকাতা, ৩১ জানুয়ারি:- এবার থেকে রাজ্যে ২৪ ঘন্টার মধ্যেই দুচাকা ও চার চাকার গাড়ির জন্য ড্রাইভিং লাইসেন্স মিলবে। আজ থেকেই রাজ্য জুড়ে এই ব্যবস্থা চালু হতে চলেছে। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন ড্রাইভিং লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া সহজ করতে আগেই অনলাইনে আবেদনের ব্যবস্থা চালু হয়েছিল। এবার তা সহজতর করতে একদিনের মধ্যে লাইসেন্স দেওয়ার ব্যবস্থা চালু করা হচ্ছে।

অনলাইনে আবেদন জানানোর পর আবেদনকারীকে নির্দিষ্ট দিনে আর টি ও দফতরে গিয়ে থিওরিটিকাল ও হাতেকলমে পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় সফল হলে ২৪ ঘন্টার মধ্যেই সাময়িক লাইসেন্স মিলবে। একমাসের মধ্যেই আবেদনকারীকে স্মার্ট কার্ড দিয়ে দেওয়া হবে। তাঁকে বারবার আর টি ও দফতরে যেতে হবে না।