এই মুহূর্তে জেলা

বিজেপি ৫০ পেরোবে না। হাওড়ায় বললেন অরূপ।

হাওড়া, ২৭ ফেব্রুয়ারি:- বাংলায় বিজেপির কোনও জায়গা নেই। সেই জন্য বাংলায় নির্বাচন ঘোষণার আগেই আধা সামরিক বাহিনী আনা হয়েছে। এরকম আট দফায় নির্বাচন আমরা আগে কখনও শুনিনি। আট দফায় নির্বাচন স্বাধীনতার পরে অতীতে কখনও হয়নি। যখন বাংলায় ভোট হতনা, সকাল ৯টা থেকে বুথ দখল হয়ে যেত, তখনও বাংলায় আট দফায় কোনওদিন ভোট হয়নি। এটা থেকেই পরিষ্কার বিজেপি কতটা ভয় পেয়েছে। এই বিজেপি ৫০ পেরোবে না। শনিবার হাওড়ায় এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলের হাওড়া সদরের চেয়ারম্যান অরূপ রায় একথা বলেন। উল্লেখ্য, শনিবার বিকেলে হাওড়ার রামকৃষ্ণপুর সমবায় ব্যাঙ্কের সামনে এক অনুষ্ঠানে সমবায় মন্ত্রী অরূপ রায়কে গ্রাহকদের তরফ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। দীর্ঘ দশ বছর বন্ধ থাকার পর হাওড়ার রামকৃষ্ণপুর সমবায় ব্যাঙ্কের গ্রাহকদের গচ্ছিত অর্থ অবশেষে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

ইতিমধ্যেই অনেক গ্রাহক সেই অর্থ ফেরত পেয়েছেন। বাকিরাও পর্যায়ক্রমে সঞ্চয়ের অর্থ ফেরত পাবেন বলে জানানো হয়েছে। শনিবার এক অনুষ্ঠানে সমবায় মন্ত্রী অরূপ রায়কে এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় সমবায় ব্যাঙ্কের গ্রাহকদের পক্ষ থেকে। ওই অনুষ্ঠানে অরূপ রায় বলেন,”মানুষ তাদের কষ্টার্জিত অর্থ এই সমবায় ব্যাঙ্কে গচ্ছিত রেখেছিলেন। কিন্তু ব্যাঙ্ক বন্ধ হয়ে যাওয়ায় সকলেই সমস্যায় পড়েন। আমরা বলেছিলাম মানুষের অর্থ ফেরত দেবই। তার জন্য দীর্ঘ দশ বছর ধরে আমাদের লড়াই করতে হয়েছে। মানুষ যাতে টাকা ফেরত না পায় তার জন্য অনেক বাধা দেওয়া হয়েছে। নানা ষড়যন্ত্র হয়েছে। কিন্তু দশ বছরের লড়াই কীভাবে সফল হলো সেটা মানুষ জানেন।”