স্পোর্টস ডেস্ক, ১১ আগস্ট:- এবার নিজেদের ফেসবুক অ্যাকাউন্টের কভার ছবি বদলে ফেলেই আইএসএল বুঝিয়ে দিল আসন্ন মরশুমে ১০ দলেই হবে লিগ। অর্থাৎ এবছর ইস্টবেঙ্গলের আইএসএল (ISL) খেলার ক্ষীণতম আশার উপর জলই ঢেলে দিল কর্তৃপক্ষ। মঙ্গলবার ১০টি দলের লোগো দিয়ে ছবি পোস্ট করল কর্তৃপক্ষ। যেখানে বাঁ-দিকে একেবারে শুরুতে জ্বলজ্বল করছে এটিকে-মোহনবাগান। তিনবারের চ্যাম্পিয়ন দল এটিকে। মোহনবাগানের সঙ্গ গাঁটছড়া বেঁধে নতুন পথচলা শুরু তাদের। তারপরই রয়েছে বেঙ্গালুরু এফসি। বাকি আটটি দল হল চেন্নাইয়িন এফসি, এফসি গোয়া, হায়দরাবাদ এফসি, জামশেদপুর এফসি, কেরালা ব্লাস্টার্স এফসি, মুম্বই সিটি এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি এবং ওড়িশা এফসি।
এমনকী আইএসএলের অফিসিয়াল ওয়েবসাইটেও স্থান পেয়েছে এই দশটি দলই। আর এতেই স্পষ্ট হয়ে গেল যে এবারের মতো ইস্টবেঙ্গলের (East Bengl) আইএসএল খেলার সমস্ত দরজা বন্ধ।এদিকে, সোমবারই নিজেদের তৃতীয় জার্সির ডিজাইন জমা দিয়েছে দশটি ফ্র্যাঞ্চাইজি। আর মঙ্গলবার গোয়া পৌঁছল FSDL-এর ৯ সদস্যের একটি দল। যে পাঁচ ভেন্যুতে ম্যাচ আয়োজনের কথা ভাবা হয়েছে, তা খতিয়ে দেখবে তারা। করোনা আবহে যে এবার একটি শহরেই আইএসএল হবে, তা সরকারিভাবে চলতি সপ্তাহেই ঘোষণা করা হতে পারে।