হুগলি, ২৪ জানুয়ারি:- হুগলি গ্রামীন পুলিশের নাইট সুপারভাইসিং টিমের সাফল্য, দুটি হুন্ডাই গাড়ি একশ কেজি গাঁজা সহ গ্রেফতার আটজন।ধৃতদের মধ্যে পাঁচজন ওড়িশার বাসিন্দা। অন্যদিকে নম্বর প্লেট হীন গাড়ি ধরতে স্পেশাল টিম, ধরা পরল সাতটি বাইক। আজ জাঙ্গীপাড়া থানায় হুগলি গ্রামীন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার বলেন, গাঁজা পাচারকারীর এক বড়সড় চক্রের সাথে যুক্ত থাকার অভিযোগে ৮ জনকে গ্ৰেফতার করা হয়।চন্ডীলার কলাছড়া থেকে। অভিযুক্তদের কাছ থেকে ১০৮ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। সেই সাথে দুটি চারচাকা গাড়ি ও আটক করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, শীতকালে দুষ্কৃতি দৌরাত্ম বাড়ে।অপরাধ ঠেকাতে পুলিশ সুপার আমনদীপের নির্দেশে নাইট সুপারভাইসিং টিম তৈরী করা হয় প্রত্যেকটি থানায়। তাতেই সাফল্য আসে। সোমবার চন্ডীতলা থানার কলাছড়া অহল্যা বাঈ রোডে নাইট টিম তল্লাসী চালানোর সময় দুটি গাড়িকে আটক করে। তল্লাসীতে ১০৮ কেজি গাঁজা উদ্ধার হয়। তারপরেই দুটি গাড়িতে থাকা ৮ জনকে আটক করে চন্ডীতলা থানায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদের পর অভিযুক্তদের গ্ৰেফতার করা হয়। আজ তাদের শ্রীরামপুর আদালতে পেশ করা হয়।
পুলিশ জানিয়েছে অভিযুক্তরা ওড়িশা থেকে এসে ২৬ নম্বর জাতীয় সড়ক ধরে চাঁপাডাঙ্গার দিকে যাচ্ছিল। সেই সময় তাদের গাড়ি আটকে তল্লাশি চালানো হয়। গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের ৫ জন ওড়িশার বাসিন্দা বাকি ৩ জন চন্ডীতলার। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বেশ কিছুদিন ধরেই নম্বর প্লেট হীন গাড়ি রাস্তায় ঘোরাঘুরি করতে দেখা যায়। অপরাধীরা এই নম্বর প্লেট হীন গাড়ি ব্যবহার করে। আবার কারো গাড়ি বা বাইক চুরি করে বেচে দেয়। তাই স্পেশাল টিম এই গাড়ি ধরতে তৎপর হয়। প্রথম সাফল্য মেলে গত ১৯ তারিখ সীতাপুরে। রাতে একটি নম্বর প্লেট হীন বাইক ধরা পরে। এর পর সাতটি বাইট ধরা হয়। শুধু জাঙ্গীপাড়া থানা এলাকা থেকেই। অপরাধ রুখতে অপরাধী ধরতে জেলার সীমানা এলাকায় নজরদারী ও তল্লাসী চলবে বলে জানিয়েছেন লাল্টু হালদার।