এই মুহূর্তে জেলা

শাসক দলের ‘গোষ্ঠীদ্বন্দ্বে’র জের, কলেজের গেট থেকেই ফিরে গেলো সরস্বতী প্রতিমা।

হাওড়া, ২৪ জানুয়ারি:- শাসক দলের ‘গোষ্ঠীদ্বন্দ্বে’র জের, কলেজের গেট থেকেই ফিরে গেলো সরস্বতী প্রতিমাও।তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীকোন্দলের জেরেই এমন ঘটনা বলে অভিযোগ। কলেজের গেট থেকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় সরস্বতী প্রতিমা। হাওড়ার ডোমজুড় আজাদ হিন্দ কলেজে সরস্বতী পুজো নিয়ে তৃণমূল দুই গোষ্ঠীর বিবাদ চরমে।

সরস্বতী ঠাকুর নিয়ে রাজনৈতিক স্লোগান দিতে দিতে ঢোকে একপক্ষ। অন্যপক্ষ তখন আল্পনা দিচ্ছিল। তারা বাধা দেয়। কলেজে উত্তেজনা ছড়ায় এই ঘটনায়। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ। আপাতত দু পক্ষকে কলেজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ঠাকুরও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে কলেজ চত্বর থেকে।