হুগলি, ২৪ জানুয়ারি:- মঙ্গলবার সকাল থেকে চুঁচুড়া জোড়াঘাটের কাছে একটি পার্কের ভিতরে থাকা কয়েকটি গাছের ডাল-পালা ছাঁটার কাজ চলছিল। অভিযোগ সুযোগ বুঝে কাঠুরিয়ারা গঙ্গাপাড়ে থাকা বেশ পুরনো কয়েকটি গাছ গোড়া থেকে কেটে ফেলে। গাছের সেই অংশগুলিই নিয়ে যাওয়ার সময় বাধা দেয় স্থানীয়রা। শুরু হয় বাগবিতন্ডা। ঘটনাস্থলে উপস্থিত হন চুঁচুড়ার বাসিন্দা সুব্রত ঘোষ। তিনি বলেন, আমি গাছ কেটেছি, আরও কাটবো, আপনারা যাকে ইচ্ছা অভিযোগ করুন।
এরপরই উত্তেজিত হয়ে ওঠেন এলাকাবাসীরা। পরিস্থিতি বেগতিক বুঝে চম্পট দেয় সুব্রত সহ কাঠুরিয়ারা। এরপরেই ঘটনাস্থলে উপস্থিত হন পুরপ্রধান অমিত রায়, সিআইসি জয়দেব অধিকারী ও স্থানীয় কাউন্সিলর মিতা চট্টোপাধ্যায়। তাঁরা বলেন, গাছ কাটা সংক্রান্ত কোন বিষয়ই তাঁরা জানেন না। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পৌরপ্রধান জানান। বিষয়টি নিয়ে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারাও। পরিবেশের ক্ষতির পাশাপাশি গঙ্গা ভাঙনের আশঙ্কা করছেন সকলে।