জেলা এই মুহূর্তে

এবার ট্রেনেও মিলবে সহজ কিস্তিতেও ভ্রমণের সুযোগ।

হাওড়া, ২৪ জানুয়ারি:- ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড বা আইআরসিটিসি কলকাতা অফিসের তরফ থেকে স্বদেশ দর্শন স্পেশাল ট্যুরিস্ট ট্রেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার ট্রেনটি মল্লিকার্জুন সহ দক্ষিণ ভারত যাত্রা করবে। এই ট্রেনটি দক্ষিণ ভারতের বিভিন্ন স্থান যেমন তিরুপতি, মাদুরাই, রামেশ্বরম, কন্যাকুমারী, মল্লিকার্জুন পরিক্রমা করবে। এই ট্রেনটি কাটিহার স্টেশন থেকে আগামী ১৫ মার্চ ছাড়বে। এছাড়াও যাত্রীদের সুবিধার জন্য অন্যান্য বোর্ডিং স্টেশন থাকছে। যেমন মুঙ্গের, ভাগলপুর, দুমকা, কলকাতা। মোট ১১ দিনের এই প্যাকেজে স্লিপার ক্লাস, এসি থ্রি, এসি টু প্রমুখ ক্লাসের বন্দোবস্ত থাকছে। এই ট্রেনযাত্রায় যেখানে রাতের বিশ্রামের প্রয়োজন সেখানে নন এসি বা এসি রুমে থাকার সুবিধা, নিরামিষ খাবার যেমন সকালের জলখাবার, দুপুরের খাবার এবং রাতের খাবার থাকছে পূর্ব নির্ধারিত মেনু অনুযায়ী।

নন এসি বাসে দর্শনীয় স্থানে ভ্রমণ, ট্যুর এসকর্ট, কোচ পিছু নিরাপত্তা কর্মী, পানীয় জল, ভ্রমণ বিমার মতো বিভিন্ন সুযোগ সুবিধা থাকবে। স্লিপার ক্লাসে জনপ্রতি ২০,৯০০ টাকা, এসি থ্রি ক্লাসে জনপ্রতি ৩৪,৫০০ টাকা এবং এসি টু ক্লাসে জনপ্রতি ৪৩,০০০ টাকা মূল্য ধার্য্য হয়েছে। গ্রুপ বুকিংয়ে বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার হাওড়া স্টেশনের ফুড প্লাজায় আয়োজিত এক সাংবাদিক বৈঠকে আইআরসিটিসি পূর্বাঞ্চল শাখা, কলকাতার গ্রুপ জেনারেল ম্যানেজার জাফর আজম বলেন, সাধারণ মানুষ এই ট্রেনে সাশ্রয়ী মূল্যে ভ্রমণ করতে পারবেন। তাদের জন্য বিশেষ সুবিধা থাকছে। এমনকি প্রতিমাসে সহজ ইএমআই সহজ কিস্তিতেও ভ্রমণের সুযোগ করে দিয়েছে আইআরসিটিসি।