এই মুহূর্তে জেলা

উলুবেড়িয়ায় চোর সন্দেহে ‘গণপ্রহারে’ এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ, তদন্তে পুলিশ।

হাওড়া, ২২ জানুয়ারি:- চোর সন্দেহে ‘গণপিটুনি’র জেরে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। হাওড়ার উলুবেড়িয়ার গদাইপুর পশ্চিমপাড়ায় ওই ঘটনা ঘটেছে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। এই ঘটনায় উলুবেড়িয়া থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে গদাইপুর পশ্চিমপাড়ার বাসিন্দা এক গৃহস্থের বাড়িতে ‘চুরি’র উদ্দেশ্যে ঢুকেছিল তিন দুষ্কৃতী। বাড়ির মালিক উঠে পড়লে দু’জন দুষ্কৃতী পালিয়ে যায়।

একজন ধরা পড়ে। অভিযোগ, বাড়ির পাশে খেলার মাঠে নিয়ে গিয়ে তাকে মারধর করা হয় এবং দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। গণপিটুনিতেই এই মৃত্যু হয়েছে কিনা তা জানতে শুরু হয়েছে তদন্ত। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতদেহটিকে দামোদরের বাঁধে রাস্তার উপর ফেলে রাখা হয় বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় উলুবেড়িয়া থানার পুলিশ। পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া হাসপাতালে পাঠায়। এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে পুলিশ আটক করেছে। পুলিশ এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় উত্তেজনা রয়েছে।