কলকাতা, ১৮ সেপ্টেম্বর:- রাজ্য সরকার উচ্চশিক্ষার জন্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ঋণ দিতে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাছে আবেদন জানিয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী আজ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই তিনি সরকারি এই প্রকল্পটিতে রাজ্যকে সব রকমের সহায়তা করার জন্য ব্যাংকগুলোর কাছে আবেদন জানান বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ছাড়া অন্য কোন রাষ্ট্রায়ত্ত ব্যাংক এখনো পর্যন্ত তাদের সদর দপ্তর থেকে অনুমতি না মেলায় ঋণ দেওয়া যাচ্ছে না বলে প্রতিনিধিরা বৈঠকে জানান।
এখনো পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর মাধ্যমে মাধ্যমে ঋণ পাওয়ার জন্য মোট বিরানব্বই হাজার আবেদন জমা পড়লেও ব্যাংকের কাছে অনুমোদন না থাকায় মাত্র বাইশ হাজার আবেদন পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। তাদের মধ্যে মাত্র ৪৯৩ জন পড়ুয়ার ঋনের অনুমোদন পাওয়া গিয়েছে। এক হাজার ৩৯টি আবেদন বাতিল করে দেওয়া হয়েছে। অন্যদিকে বেসরকারি ব্যাংকগুলি এই প্রকল্পে রাজ্য সরকারের সঙ্গে কোনো সহায়তা করছে না বলেও মুখ্যসচিব বৈঠকে অসন্তোষ প্রকাশ করেন।