এই মুহূর্তে কলকাতা

হাতে খড়ির মাধ্যমে রাজ্যপালের বাংলা শিক্ষার আনুষ্ঠানিক সূচনা সরস্বতী পূজায়।

কলকাতা, ১৯ জানুয়ারি:- রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস বাংলা ভাষার প্রতি তার অনুরাগ এবং বাংলা শেখার আগ্রহ প্রকাশ করার প্রেক্ষিতে রাজ্য সরকার তাঁকে আনুষ্ঠানিকভাবে বাংলা ভাষা শেখানোর উদ্যোগ নিয়েছে। আগামী ২৬ শে জানুয়ারী সরস্বতী পুজোর দিন রাজভবনে এক অভিনব হাতে খড়ি অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যপালের বাংলা শিক্ষার আনুষ্ঠানিক সূচনা হবে।

এই উপলক্ষে ওই দিন বিকেলে রাজভবনের লনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে উপস্থিত থেকে ওই অনুষ্ঠানের তদারকি করবেন। এছাড়া সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট জনদের ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পরে ডক্টর সি ভি আনন্দ বোস একাধিকবার বাংলা ভাষা শেখার আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাতে একটি বই লিখতে চান বলেও জানিয়েছেন