এই মুহূর্তে কলকাতা

ক্রেতাদের স্বার্থে ফ্ল্যাটে পজিসন নেওয়ার সঙ্গে সঙ্গেই কমপ্লিটিশন সার্টিফিকেট বাধ্যতামূলক, জানালেন মন্ত্রী।

কলকাতা, ১৯ জানুয়ারি:- জমি ও ফ্ল্যাটের ক্রেতাদের স্বার্থ সুরক্ষিত করতে রাজ্য সরকার একাধিক পদক্ষেপনিচ্ছে। যাঁরা ফ্ল্যাট কিনছেন তাদের পজেসন নেওয়ার সঙ্গে সঙ্গেই কমপ্লিটিশন সার্টিফিকেট দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে বলে রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন। কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার তিনদিন ব্যপী ক্রেতা সুরক্ষা মেলার উদ্বোধন করে তিনি বলেন, ফ্ল্যাট কেনা ও হস্তান্তর নিয়ে রোজ ভুরি ভুরি অভিযোগ আসছে। অনেক সময়েই ফ্ল্যাট তৈরির পর পজেশন দেওয়া হলেও ক্রেতাদের কম্প্লিশন সার্টিফিকেট দেওয়া হচ্ছে না।এর ফলে তারা ব্যাংক লোন সহ বিভিন্ন ক্ষেত্রে অসুবিধায় পড়ছেন। একই রকম ভাবে জমি কিনে কেউ প্রতারিত হলেও ক্রেতা সুরক্ষা দফতর তার পাশে দাঁড়াবে। বেসরকারি হাসপাতাল নার্সিংহোমে মাত্রাতিরিক্ত বিল সংক্রান্ত অভিযোগ তাদের কাছে জমা পরলেও ব্যবস্থা নেওয়া হবে বলে ক্রেতা সুরক্ষা মন্ত্রী জানিয়েছেন। অন্যদিকে ওষুধ এবং ওই ধরণের জিনিসের উপকরণ ও দাম লেবেলে স্পষ্ট ভাবে যাতে উল্লেখ করা হয় সে ব্যাপারে উদ্যোগী হচ্ছে ক্রেতা সুরক্ষা দফতর। মন্ত্রী জানিয়েছেন অনেক সময়ই লেবেলে এই সব বিষয় গুলি স্পষ্ট ভাবে উল্লেখ করা হচ্ছে না।

ফলে একদিকে ক্রেতারা যেমন জানতে পারছে না তার যে ওষুধ খাচ্ছেন তাতে কি ধরনের উপকরণ থাকছে। আবার দামের বিষয়টা স্পষ্ট উল্লেখ না থাকায় অসাধু ব্যবসায়ীরা তাদের প্রতারণা করার সুযোগ পাচ্ছেন। এই বিষয়টি নিয়ে তিনি ইতিমধ্যেই দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। খুব শীঘ্রই নির্মাতা সংস্থাগুলির সঙ্গে বৈঠক করে এ ব্যাপারে স্পষ্ট নির্দেশ দেওয়া হবে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ থেকে শুরু হওয়া এই ক্রেতা সুরক্ষা মেলা চলবে আগামী একুশে জানুয়ারি পর্যন্ত। এখানে ক্রেতাদের সুরক্ষা ও অধিকার সংক্রান্ত বিষয়ে পরামর্শদানের পাশাপাশি, কোন পণ্য বা সংস্থা সংক্রান্ত অভিযোগ জানানোর ব্যবস্থাও থাকছে। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্য কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়,শিল্পমন্ত্রী শশী পাঁজা, অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস, মৎস্য মন্ত্রী অখিল গিরি, বিপর্যয় মোকাবিলা মন্ত্রী জাভেদ খান, ক্রেতা সুরক্ষা দফতরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো সহ রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য ও বহু বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।