এই মুহূর্তে কলকাতা

আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে হাম ও রুবেলার টিকাকরন শুরু পাহাড়ে।

কলকাতা, ১২ জানুয়ারি:- রাজ্যে হাম ও রুবেলা টিকাকরণ কর্মসূচির পরবর্তী ধাপে আগামী ১৫ ই ফেব্রুয়ারী থেকে পাহাড়ের জিটিএ এলাকা ও কালিম্পং এ টিকাকরণ শুরু হবে। ওই এলাকা বাদ দিয়ে বাকি রাজ্যে ৯ থেকে ১৫ বছর বয়সীদের মধ্যে হাম-রুবেলার টিকাকরণ গত সোমবার থেকে শুরু হয়েছে। তিন সপ্তাহ সরকারি বেসরকারি স্কুলে গিয়ে পড়ুয়াদের মধ্যে সার্বিক টিকাকরণ চলবে।এরপর চতুর্থ ও পঞ্চম সপ্তাহে স্কুল ছুট ও প্রত্যন্ত এলাকার ছেলে মেয়েদের জন্য বিশেষ অভিযান চালানো হবে বলে এই টিকাকরণ কর্মসূচির অন্য়তম সহযোগী ইউনিসেফের তরফে জানানো হয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত টিকাকরণের হার আশানুরূপ বলে ইউনিসেফের স্বাস্থ্য আধিকারিক ডঃ সুরেশ ঠাকুর জানিয়েছেন।

এক ভারচুয়াল সাংবাদিক বৈঠকে তিনি জানান, সরকারি বেসরকারি সমস্ত স্কুলেই একাধিক বার গিয়ে টিকা দেওয়া হবে। তা স্বত্তেও যদি কোনও স্কুলে পড়ুয়াদের অনুপস্থিতির হার কম থাকার কারণে কর্মসূচি ব্যহত হয়, সেক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের অনুরোধ সাপেক্ষে সেখানে ফের টিকাকরণ শিবিরের আয়োজন করা হবে। রাজ্যে ৯-১৫ বছর বয়সী সমস্ত ছেলে-মেয়ে যাতে হাম-রুবেলার এই অতিরিক্ত টিকার ডোজ পান তা নিশ্চিত করা হবে বলে তিনি জানান। রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে রাজ্যে ২ কোটি ৩০ লক্ষ ছেলে মেয়েকে টিকাকরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। দৈনিক ২০ লক্ষ্য ছেলে মেয়েকে টিকা দেওয়া হচ্ছে।