এই মুহূর্তে জেলা

লকডাউন অমান্য করে রাস্তায় বেড়িয়ে পড়েছিল টোটো, কোচবিহার ও মাথাভাঙায় পুলিশের কড়া ভুমিকা


 

 কোচবিহার,২০ এপ্রিল:- লকডাউন অমান্য করে শেষ পর্যন্ত বেড়িয়ে পড়েছিলেন টোটো নিয়ে যদি কিছু রোজগার এই আশায়। কিন্তু শহরে ঢুকতেই পুলিশি বাঁধার মুখে পড়তে হল টোটো চালকদের। কোথাও চাকার পাম্প ছেড়ে দিয়ে কান ধরে ওঠবস করানো হল। আবার কোথায় টোটোই আটক করে দেওয়া হল। প্রায় একই রকমের এই ছবি দেখা গেল কোচবিহার ও মাথাভাঙা শহরে। আজ সকালেই কোচবিহার শহরের হাসপাতাল মোড় এলাকায় বেশ কিছু টোটো হয়েছিল। আর তাঁদের দেখেই কর্তব্যরত পুলিশ কর্মীরা কোন টোটোর চাকার হাওয়া ছেড়ে দেন। আবার কোন টোটোর চাবি নিয়ে নেওয়া হয়। শেষে লাইন করে দাড় করিয়ে কান ধরে ওঠ বস করানোর পর ছেড়ে দেওয়া হয় যাতে আর লকডাউন উঠে না যাওয়া পর্যন্ত বাড়িতেই থাকে বার্তা কানে দিয়ে। কিছুটা একই রকম দৃশ্য দেখা গেল মাথাভাঙা শহরের। শহরে টোটো আর মোটর সাইকেলের দৌরাত্ম কমাতে আগে থেকেই বিভিন্ন রাস্তায় ব্যারিকেট করা হয়েছিল।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                               আজ সকাল সকাল সেই ব্যারিকেট গুলোর কাছে একের পর এক টোটো এসে জমা হতে থাকে। কোথাও কোথাও পুলিশের অনুপস্থিতিতে ব্যারিকেট খুলে শহরের ভিতরে প্রবেশের চেষ্টাও করা হয়। আর এরপরেই পুলিশ এসে বেশ কিছু টোটো আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের বক্তব্য, লকডাউন ভেঙে শহরে রাস্তায় নামায় টোটো গুলোকে আটক করা হয়েছে। এক টোটো চালকের কথায়, “ঋন নিয়ে টোটো কিনেছি। এটা চালিয়ে দুবেলা খাওয়ার ব্যবস্থা হত। আর কিস্তিও দেওয়া হত। কিন্তু এতদিন ধরে লকডাউন চলায় খুব সমস্যায় পড়ে গিয়েছি। জানি ভাইরাস আক্রান্ত হতেই পারি। কিন্তু পেট তো আর কথা মানে না। তাই নিরুপায় হয়ে বের হয়েছি।” অন্য এক টোটো চালকের কথায়, “অনেকেই বলবেন রেশন পাচ্ছি। যে রেশন পাচ্ছি তা নয় একবেলা খেয়ে কোন ভাবে বেচে থাকলাম। আর খরচ নেই ? টোটোর কিস্তি দিতে হবে না? অসুখ বিসুখ আরও নানা সমস্যা আছে। সরকারকে কিছু একটা ভাবতেই হবে। না হলে আজ যেমন আমরা ধর্যের বাঁধ ভেঙে বেড়িয়ে পড়েছি। এই সংখ্যা দিন দিন আরও বাড়বে।”

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.