এই মুহূর্তে জেলা

রিষড়ার বাজারগুলিতে অভিযান চালিয়ে কোভিডবিধি মেনে চলার নির্দেশ রিষড়া থানার।

হুগলি, ৬ জানুয়ারি:- বৃহস্পতিবার সকাল থেকেই রিষড়া থানার পক্ষ থেকে পুর এলাকার সমস্ত বাজারগুলিতে কোভিড মেনে চলার সচেতনতা অভিযান চালানো হলো। রিষড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাসেল পারভেজ খানের নেতৃত্বে থানার অফিসার এবং পুলিশকর্মীরা এই অভিযানে অংশ নেন। রাসেল পারভেজ খান জানান প্রত্যেকটি বাজারে আমাদের এই অভিযান চলেছে আমরা ক্রেতা এবং বিক্রেতাদের কাছে আবেদন করেছি আপনারা মাস্ক পড়ে বিক্রি-বাট্টা করুন এবং যারা আপনাদের আপনারা এই পরিস্থিতি বিবেচনা করে মাস্ক ব্যবহার করুন এবং এই রোগের বিরুদ্ধে সচেতন হোন এছাড়া এদিন বিভিন্ন এলাকায় মাইকিং এর ব্যবস্থা করা হয় এবং পথচলতি মানুষদের পুলিশের পক্ষ থেকে এই বিধিনিষেধ মেনে চলার আবেদন জানানো হয়।

তার সঙ্গে সঙ্গে তাদের হাতে মাস্ক তুলে দেয়া হয়। এদিনএ ব্যাপারে বহু সাধারণ মানুষ অভিযোগ করেছেন যে করো না গত দু’বছর ধরে আমাদের পুরো বিশ্বকে গ্রাস করেছে এর ভয়াবহতা সম্বন্ধে আমরা সবাই সচেতন কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা বিধি নিষেধ না মেনে মাস্ক ছাড়া যত্রতত্র ঘোরাফেরা করছে এবং এই রোগের যে সমস্ত বিধি নিষেধ গুলো আছে সেগুলো তারা মানছেন না তারা যেমন নিজেরা বিপদের মধ্যে পড়েছেন তার সঙ্গে সঙ্গে যে সমস্ত সহ নাগরিক রয়েছেন তারাও এই মহামারীর শিকার হচ্ছেন। এ ব্যাপারে আমাদের প্রশাসনের কাছে আমাদের আবেদন এই সমস্ত হঠকারী মানুষদের কার্যকলাপের বিরুদ্ধে আরও কঠোর হতে হবে এবং যারাই এই বিধিনিষেধ মানবেন না তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির বিধান করতে হবে তবেই তাদের শুভবুদ্ধির উদয় হবে।