এই মুহূর্তে কলকাতা

চারটি নতুন দমকল কেন্দ্র তৈরি হতে চলেছে রাজ্যে।


কলকাতা, ১১ জানুয়ারি:- রাজ্যে আরও চারটি নতুন দমকল কেন্দ্র তৈরি হতে চলেছে। বুধবার নবান্নে দমকল মন্ত্রী সুজিত বসু এ কথা জানিয়েছেন। লেকটাউন, দেগঙ্গা, জঙ্গিপুর আর দুবরাজপুরে এই নতুন দমকল কেন্দ্র গুলি তৈরি করা হবে। মন্ত্রী জানিয়েছেন ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। এছাড়াও কালীঘাট আর টালিগঞ্জ ফায়ার স্টেশনের আধুনিকীকরনের কাজও শুরু হচ্ছে। পাশাপাশি চারটি হাই পাওয়ার ড্রোন কিনতে চলেছে দমকল দপ্তর।

প্রথম পর্যায় দুটি কেনা হবে।পরে আরও দুটি কিনবে সরকার। এর ফলে কোথাও বড় আগুন লাগলে হাই পাওয়ার ড্রোন দিয়ে সেই জায়গা চিহ্নিত করার কাজ খুব সহজ হয়ে যাবে। এমনকি সংকীর্ণ জনবহুল এলাকায় আগুন লাগলে উৎসস্থল খুঁজে বার করতেও ড্রোন ব্যাবহার করা হবে বলে জানালেন মন্ত্রী। হাই রাইজ গুলিতে ও আগুন লাগলে এই ড্রোন ব্যাবহার করে আগুন নেভানোর কাজ দ্রুত করা যাবে বলে জানালেন সুজিত বসু।