পূর্ব মেদিনীপুর, ৫ জানুয়ারি:- রাজ্য জুড়ে আবাস প্লাস যোজনার দুর্নীতির প্রতিবাদ সর্বত্রই। আবাস দুর্নীতির প্রতিবাদে ব্লকে ব্লকে ডেপুটেশন বিরোধিদের। বৃহস্পতিবার আবাস প্লাস যোজনার তদন্তে পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দপ্তরে এলেন কেন্দ্রীয় গ্রামন্নোয়ন দপ্তরের প্রতিনিধি দল। তিন জনের প্রতিনিধি দল এদিন সাড়ে বারোটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলা শাসক ভবনে পৌছায়। কেন্দ্রীয় টিমকে স্বাগত জানালেন জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাজী। জেলাশাসক সহ জেলার অন্যান্য আধিকারিকদের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে ভগবানপুর ১ ব্লক এলাকায় পরিদর্শনে যাবেন বলে জানা গিয়েছে। এদিন জেলা সিপিএমের পক্ষ থেকে জেলাশাসকের কাছে ডেপুটেশন দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় প্রতিনিধিদের হাতে একটি আবেদন জমা করেন।
