হুগলি, ৫ জানুয়ারি:- চাঁপদানি পৌরসভার সভাগৃহে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬৮ তম জন্মদিন পালন করল পৌরপ্রধান সুরেশ মিশ্র। ছিলেন উপ পৌরপ্রধান বিনয় কুমার ও অন্যান্য কাউন্সিলরবৃন্দ। কেক কেটে স্পার্কেল ক্যান্ডেল জ্বালিয়ে করতালি দিয়ে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানায় তৃণমূল নেতৃত্ব। এরপর সকলের মধ্যে কেক ও খাবার পরিবেশন করা হয়। এই অনুষ্ঠান ঘিরে সকলের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়লো। পুরপ্রধান বলেন আমরা মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি। আগামীদিনে উনি যাতে আরো বেশি করে মানুষের কাজ করতে পারেন।