এই মুহূর্তে জেলা

কুমারগঞ্জের পর এবার এনজেপি। ফের বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে ছোড়া হলো পাথর।

হাওড়া, ৪ জানুয়ারি:- পরপর দু’দিন। ফের বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে ছোড়া হলো পাথর। এবার ভাঙল ট্রেনের কাচ। তবে, যাত্রীরা কেউ আহত হয়নি বলে খবর। সোমবারের পর মঙ্গলবারেও এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। এনজেপি স্টেশনে ঢোকার সময়ে মঙ্গলবার বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়ে কেউ বা কারা। এই ঘটনায় ট্রেনের সি-৩ এবং সি-৬ কামরার কাচের জানলা চিড় ধরে যায়।

ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যেও। এরপর মঙ্গলবার রাতে ওই ট্রেন হাওড়া স্টেশনে ঢুকলে যাত্রীরা রেলের কাছে নিরাপত্তার বিষয়টি দেখতে বলেন। নিরাপত্তা নিয়ে আতঙ্কের ছাপ ফুটে ওঠে যাত্রীদের চোখে মুখেও। এদিন ট্রেন ঢোকার পর স্টেশনে পৌঁছান রেল পুলিশ সহ রেলের অধিকারিকরা। প্রসঙ্গত, সোমবারও একই ঘটনা ঘটে বন্দে ভারত এক্সপ্রেসে। ওইদিন মালদহের কুমারগঞ্জের কাছে একই ঘটনা ঘটে। মঙ্গলবার ঘটে এনজেপি ঢোকার সময়ে।