কলকাতা এই মুহূর্তে

বাংলাতেও BF.7-এর থাবা।

কলকাতা, ৪ জানুয়ারি:- এবার পশ্চিমবঙ্গে করোনার অতি সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রন BF.7  ভাইরাসে আক্রান্ত ৪ জনের খোঁজ মিলল। তবে এই মুহূর্তে তাঁরা সবাই সুস্থ রয়েছেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এদের মধ্যে একজন কলকাতায় বসবাসকারী বিহারের বাসিন্দা। তিনি ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ আক্রান্ত হয়েছিলেন। তাঁর সংস্পর্শে এসেছেন ২২ জন। বাকি তিনজন নদিয়ার একই পরিবারের সদস্য। তাঁরা ডিসেম্বরের গোড়ার দিকে আক্রান্ত হন। এই তিনজনের সংস্পর্শে এসেছিলেন মোট ৩৩ জন। সংক্রমিত এবং সংক্রমিতদের সংস্পর্শে আসা সবাই এখন সুস্থ রয়েছেন। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, সরকারি গাইডলাইন মেনে গত ১ মাসে বিদেশ থেকে আসা যাত্রীদের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হয়েছিল।

তাতেই এই চারজনের শরীরে করোনার নয়া ভ্যারিয়েন্ট BF.7-এর হদিশ মেলে। করোনার নয়া ভ্যারিয়েন্ট নিয়ে এখনই উদ্বেগের কোনও কারণ দেখছেন না রাজ্যের স্বাস্থ্যদপ্তরের কর্তারা। তবে ২৫ জানুয়ারির মধ্যে রাজ্যের প্রতিটি হাসপাতালকে চিকিৎসায় প্রয়োজনীয় সব ধরনের পরিকাঠামো তৈরি রাখতে বলা হয়েছে। আপাতত বাঙ্গুর হাসপাতাল এবং বেলেঘাটা আইডি হাসপাতালেই করোনা রোগীদের ভর্তি নেওয়া হবে। শুধুমাত্র সেই সব রোগীদেরকেই হাসপাতালে ভর্তি নেওয়া হবে, যাঁদের শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেবে। বাকিদের বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকতে হবে।