এই মুহূর্তে জেলা

ভবিষ্যতের লিয়েন্দার-সানিয়ার খোঁজে হুগলিতে বিটিএ।

সুদীপ দাস, ২ জানুয়ারি:- এ রাজ্য থেকে ভাল টেনিস খেলোয়ার তৈরির লক্ষ্যে বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন নতুন একটি প্রকল্প গ্রহন করেছে। “ফিউচার কিডস স্কিম” নামক এই স্কলারশিপ প্রকল্পে সমগ্র রাজ্য থেকে প্রতিভাবান খুদেদের নিয়ে আগামিদিনের টেনিস তারকা তৈরি করার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রথম বছরেই চুঁচুড়া থেকে ১১বছরের স্বপনীল ঘোষ এবং ১২বছরের প্রিয়াংশু চক্রবর্তী এই দু’জন ফিউচার কিডস স্কিমে সুযোগ পেয়েছে। এরা দুজনেই চুঁচুড়ার শতাব্দিপ্রাচীন ডিউক ক্লাবে টেনিস প্রশিক্ষন নেয়। মূলতঃ এই দু’জনকে প্রশিক্ষণ দিতে আজ চুঁচুড়ায় আসেন বিটিএ-র ডেভেলপমেন্ট অফিসার কেরি ও’ব্রায়েন।

এদিন ডিউক ক্লাবের টেনিস কোর্টে তাঁদেরকে প্রশিক্ষন দেন কেরি ও’ব্রায়েন। মফঃস্বলের মত শহরে এই ধরনের টেনিস কোর্টের ভূয়সী প্রশংসা করেন তিনি। এদিন ডিউক ক্লাবের পক্ষ থেকে সম্পাদক অসীম দত্ত কেরি ও’ব্রায়েনকে সংবর্ধনা জ্ঞাপন করেন। ডি ডিউক ক্লাবের সদস্য তথা প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়ার সুদর্শন বোসের কথায় ডিউক ক্লাব খেলাধুলার প্রসারে বরাবরই অগ্রনী ভূমিকা পালন করে চলেছে। আমদের বিশ্বাস আগামীদিনে ডিউক ক্লাব থেকে তারকা খেলোয়ারের আত্মপ্রকাশ ঘটবে।