এই মুহূর্তে কলকাতা

নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বিজেপি নেতার।

কলকাতা, ১৮ আগস্ট:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন সুব্রহ্ম্যনিয়ম স্বামী। বৃহস্পতিবার নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন এই বিজেপি নেতা। বৃহস্পতিবার কলকাতায় এসে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। যদিও কী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানাননি বিজেপি নেতা। মমতা-স্বামী সাক্ষাৎ নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। প্রসঙ্গত সুব্রহ্ম্যনিয়ম স্বামী বিজেপিতে বিক্ষুব্ধ নেতা হিসেবে পরিচিত। পাশাপাশি তিনি মোদি বিরোধী মুখ হিসেবেও পরিচিত দেশের রাজনীতিতে। সূত্রের খবর, এদিন মমতা ও স্বামীর মধ্যে দেশের বিজেপি বিরোধী জোট নিয়ে আলোচনা হয়েছে। তবে কি এবার তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন মোদি বিরোধী এই বিজেপি নেতা? রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। স্বামী তৃণমূলে যোগ দিলে তা হবে বিজেপির কাছে বড় ধাক্কা।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির গবেষক, ৬ বারের সাংসদ সুব্রহ্ম্যনিয়ম স্বামী বরাবরই নরেন্দ্র মোদি এবং অমিত শাহ’র কঠোর সমালোচক। চলতি বছরের এপ্রিল মাসে মোদি সরকারকে বিঁধে মন্তব্য করেছিলেন স্বামী। দেশের অর্থনীতি থেকে জাতীয় নিরাপত্তা সবক্ষেত্রেই মোদি সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে সরব হয়েছিলেন তিনি। টুইট করে তিনি লিখেছিলেন, ‘গত ৮ বছরে আমরা দেখেছি মোদি আর্থিক উন্নতির লক্ষ্যপূরণ করতে পারেননি। বরং ২০১৬ সাল থেকে বৃদ্ধির হার কমতে শুরু করেছে। জাতীয় নিরাপত্তাও ব্যাপক ভাবে বিঘ্নিত হয়েছে। মোদি চিন সম্পর্কেও অজ্ঞ। সামলে ওঠার সুযোগ রয়েছে। কিন্তু কীভাবে, সেটা কি উনি জানেন?’ প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে তাঁর বঙ্গে আসার কথা ছিল। নিজেই টুইট করে এ কথা জানিয়েছিলেন সুব্রহ্ম্যনিয়ম স্বামী। যদিও সে সময় রাজযে আসেননি এই প্রবীণ নেতা। বৃহস্পতিবার রাজ্যে পা দিয়ে সটান মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে নবান্নে যান তিনি। এর আগে একাধিকবার তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছেন সুব্রহ্ম্যনিয়ম স্বামী।