কলকাতা, ৩০ ডিসেম্বর:- ফুটবলের রাজা পেলের প্রয়ানে পশ্চিমবঙ্গ রাজ্য ক্রীড়া দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্যোগে যুবভারতী ক্রীড়াঙ্গনে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের অনুষ্ঠান আয়োজন করেন। অরূপ বিশ্বাস সহ বিভিন্ন ক্লাবের শীর্ষ কর্তারা এই দিন পেলের ছবিতে মাল্যদান করেন ক্লাবের পতাকা তার ছবির সামনে রাখেন।
অনেকেই তার স্মৃতি উদ্দেশ্যে কিছু না কিছু বক্তব্য রাখেন। মূলত সবার বক্তব্য এক ফুটবলার হিসেবে যেরকম সেরা ছিলেন মানুষ হিসেবেও তিনি সেরা ছিলেন। নবীনদের সবসময় চাইতেন অনুপ্রেরণা দিতে এবং নতুন প্রজন্ম যাতে আরো ফুটবলের সাথে এক সূত্রে যাতা হয় তাই প্রচেষ্টা করতে।