কলকাতা , ৩০ ডিসেম্বর:- কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদব শুক্রবার জোকার ইএসআই মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন। ৮ টি ই এস আই মেডিকেল কলেজের কর্নধার দের উপস্থিতিতে এক বৈঠকেও তিনি অংশ নেন। বৈঠকে তিনি দেশের যে সমস্ত জেলায় এখনো এই প্রকল্প চালু হয়নি সেসব জেলায় দ্রুত এই প্রকল্পের সুবিধা চালু করতে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বীমা প্রকল্পের উপভোক্তা ও সুবিধাভোগীদের আরো ভালো স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে ইএসআই হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়নের উপর তিনি জোর দেন।কেন্দ্রীয় শ্রম প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি আকাশবাণীকে জানিয়েছেন, ই এস আই হাসপাতাল এবং ডিসপেন্সারের সংখ্যা বাড়ানোর জন্য
এই প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা বাড়ানো প্রয়োজন। কেন্দ্রীয় সরকার ইএসআইয়ের উপভোক্তা সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে। যাতে নতুন ইএসআই হাসপাতাল ও ডিসপেন্সারি তৈরি করা যায়। একইসঙ্গে সার্বিকভাবে ইএসআই হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়নের কাজ করা হচ্ছে বলে তিনি জানান। মন্ত্রী বলেন ইএসআই হাসপাতাল শয্যার সংখ্যা বাড়ানো হচ্ছে নতুন অনেক চিকিৎসা সরঞ্জাম কেনা হচ্ছে। জোকা ইএসআই মেডিকেল কলেজ হাসপাতালে শয্যার সংখ্যা ৩৫০ থেকে বাড়িয়ে ৫০০ করার কথা তিনি ঘোষণা করেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় শ্রম সচিব আরতি আহুজা, ইএসআইসির মহা নির্দেশক ডক্টর রাজেন্দ্র কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।