এই মুহূর্তে কলকাতা

দেশের সার্বিক বিকাশের জন্যই রেলকে অত্যাধুনিক করতে বদ্ধপরিক কেন্দ্র, জানালেন প্রধানমন্ত্রী।

কলকাতা, ৩০ ডিসেম্বর:- দেশের সার্বিক বিকাশের জন্য রেলের উন্নয়ন অত্যন্ত প্রয়োজন। তাই কেন্দ্রীয় সরকার ভারতীয় রেলকে অত্যাধুনিক করতে বদ্ধপরিকর হয়ে কাজ করছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন।দ্রুত গতির বন্দে ভারত, তেজস এক্সপ্রেস ট্রেন,অত্যাধুনিক ভিস্টা ডোম কোচ এরই অঙ্গ বলে তিনি জানান। আমেদাবাদ থেকে আজ ভার্চুয়াল মাধ্যমে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা সহ রেলের এক গুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিল্যানাস করে প্রধানমন্ত্রী বলেন, যে মাটি থেকে একদিন বন্দে মাতরম ধ্বনি প্রথম উচ্চারিত হয়েছিল, আজ সেখান থেকেই বন্দে ভারত এক্সপ্রেস যাত্রা শুরু করল।

রেলের পাশাপাশি জলপথ পরিকাঠামো উন্নয়নেও সরকারের উদ্যোগের কথা প্রধানমন্ত্রী তুলে ধরেন। তিনি বলেন একসময় দেশে পণ্য ও মানুষ পরিবহনে জলপথের বিশেষ গুরুত্ব ছিল। কিন্তু পরাধীনতা ও স্বাধীনতা পরবর্তী কালে প্রশাসনিক অবহেলায় তা নষ্ট হয়ে গেছে।সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে পুনরায় উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী জানান জলপথে ব্যবসা, পর্যটনের প্রসারে গোটা দেশে ১০০ র বেশি অন্তরাজ্য জলপথ চালু করা হচ্ছে। গঙ্গা ব্রহ্মপুত্র জল পথ সংযোগ তৈরি করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।