কলকাতা, ৩০ ডিসেম্বর:- অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীর মাতৃ বিয়োগে গভীর শোক প্রকাশ করেন। প্রধানমন্ত্রীকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী এই অবস্থাতেও আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে আজ উদ্বোধন হওয়া জোকা-তারাতলা মেট্রো প্রকল্প সহ চারটি প্রকল্প তাঁর রেলমন্ত্রী থাকাকালীন শুরু হয়েছিল সেকথাও মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দিয়েছেন।
জোকা-তারাতলা মেট্রো তাঁর স্বপ্নের প্রকল্প বলেও প্রধানমন্ত্রীকে তিনি জানিয়েছেন। ওই প্রকল্পের জন্য বেহালা এলাকার মানুষ যে দুর্ভোগ পুহিয়েছেন সেকথাও মুখ্যমন্ত্রী নিজের ভাষণে তুলে ধরেছেন। রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তাঁর স্বাগত ভাষণে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, জোকা তারাতলা মেট্রো যোগাযোগ এবং বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার ফলে বাংলার পরিবহন ব্যবস্থায় নতুন যুগের সূচনা হল।