তরুণ মুখোপাধ্যায়, ২৪ ডিসেম্বর:- শনিবার সকালে জমকালো ক্রিসমাস কার্নিভাল অনুষ্ঠিত হলো শ্রীরামপুরের অন্যতম সেরা প্রি স্কুল জেনেসিস ওয়ার্ল্ড স্কুলে। এদিন সকাল থেকে কচি কাচাদের কলতানে মুখরিত হয়ে ওঠে স্কুল চত্বর ।ক্রিসমাস ট্রি নানা রঙের স্টার এবং আলোর ঝলকানিতে অনিন্দ্য সুন্দর রূপ পায় অনুষ্ঠানটি।
ছাত্র-ছাত্রীদের সঙ্গে ও সমান তালে ক্রিসমাস এদিনের ক্রিসমাস কার্নিভালটি উপভোগ করেন তাদের বাবা-মায়েরাও। বুক স্টল ফুড স্টল নানা ধরনের খেলনার স্টল গুলিও এদিনের অনুষ্ঠানে আকর্ষণের কেন্দ্র বিন্দু ছিল।