মহেশ্বর চক্রবর্তী, ৯ মার্চ:- দীর্ঘ টালবাহানার পর অবশেষে পুরশুড়া অতিরিক্ত জেলা অবর নিবন্ধক অফিসের স্থায়ী ঠিকানা হিসাবে স্থানান্তরিত হলো পুরশুড়া পশ্চিমপাড়ার বেনেপুকুর এলাকায়। নতুন আধুনিকরন পরিকাঠামো যুক্ত রেজিষ্ট্রি অফিসকে ঢেলে সাজানো হয়েছে।এদিন বুধবার এই নতুন অফিসের স্থানান্তরিত অনুষ্ঠানে যোগ দেন ডিসট্রিক রেজিষ্ট্রার দেবাশিষ পাত্র সহ সমরেশ সাহ। দেবাশিষ পাত্র বলেন “পুরানো অফিসে অনেক সমস্যা ছিলো, বন্যার জল ঢুকে যেতো। জেলার বেশ কিছু রেজিষ্ট্রি অফিস নতুন করে সাজানো হচ্ছে। দলিল স্বচ্ছ ভাবে মার্কেট ভ্যালু অনুযায়ী কম্পিউটারাইজ ভাবে পরিশেবা দেওয়া হচ্ছে বলে জানান। জানা গেছে প্রথম দিকে এই রেজিষ্ট্রি অফিস দীর্ঘ বছর পুরশুড়া থানা মার্কেটিং সোসাইটি বিল্ডিং এ ছিলো। ওটাই ছিলো সব থেকে পুরানো অফিস।
পরে ২০০৪ সালে সাময়কি ভাবে সরিয়ে পুরশুড়া বিদ্যাসাগর ভবনে আনা হলেও এভাবেই চার বছর পার হয়ে যায়। ২০০৮ সালে আসে পুরশুড়া বিডিও অফিসে। তবে ভগ্ন বিল্ডিংয়ে প্রাই সমস্যায় পরতে হতো দলিল লেখক সহ আধিকারিকদের। এভাবেই ২০০৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ১৪ বছর চলে এই রেজিষ্ট্রি অফিস। এরই মধ্যে অফিস স্থানান্তরিত নিয়ে বেশ কয়েকটি যায়গা নির্বাচিত হলেও অবশেষ পশ্চিমপাড়া বেনেপুকুর এলাকায় শিলমোহর পরে। সুশিল শ্যাসমল নামে এক দলিল লেখক বলেন” প্রাই ছাদের চাঙর খোসে পরতো, ফাইল পত্র রেখে যাওয়া যেতো না। সত্যাধুনিক নতুন পরিকাঠামো যুক্ত অফিস পেয়ে খুশি। আর এক অফিস কর্মী ধনঞ্জয় মন্ডল বলেন “পাশেই তকিপুর তারকেশ্বর আরামবাগ রেল স্টেশন, সামনে সোদপুর খুশিগঞ্জ রুট। পরিষেবা ক্ষেত্রে মানুষ বিরাট সুবিধা পাবেন, নতুন আঙিনা খুলে গেলো বলে জানান। এদিন এলাকার বেশ কয়েকজন মানুষকে বিশেষ জরুরি ভিত্তিক পরিষেবা দেওয়া হয়।