নদীয়া, ২০ ডিসেম্বর:- পথ দুর্ঘটনা রুখতে রানাঘাট পুলিশ জেলার অভিনব উদ্যোগ সান্তাক্লজ সাজিয়ে রাস্তায় পথ চলতি সাধারণ মানুষকে বিশেষ সচেতনতা বার্তা ট্রাফিক পুলিশের। আজ শান্তিপুর ৩৪ নম্বর জাতীয় সড়কের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মোড় গুলিতে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করে ট্রাফিক পুলিশের শীর্ষকর্তারা। যদিও বিভিন্ন যানবাহন চালকদেরকে রাস্তায় দাঁড় করিয়ে সচেতনতার বার্তার মধ্যে দিয়ে একটি করে গোলাপ ফুল তুলে দেয় সান্তাক্লজ। যদিও আর কয়েকদিন পরেই বড়দিন খুশির মেজাজে উৎসব পালন করবে গোটা বাঙালি।
অন্যদিকে বিভিন্ন কারণে একের পর এক ঘটছে পথ দুর্ঘটনা, তাই পথ দুর্ঘটনা থেকে সাধারণ মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ ট্রাফিক পুলিশের। ট্রাফিক পুলিশের শীর্ষ কর্তারা জানিয়েছেন, আগের তুলনায় পথ দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমে এসেছে, তবুও এখনো অনেকেই অসচেতনভাবে বিভিন্ন যানবাহন চালায়। এছাড়াও হেলমেট বিহীনভাবে দ্রুত গতিতে বাইক চালায় অনেকেই। তাই উৎসবের মরশুমের আগে মানুষ যাতে আরও বেশি করে সচেতন হয় সেই দিকেই তাকিয়ে এখন থেকে বেশ কয়েকদিন চলবে এই কর্মসূচি।