এই মুহূর্তে কলকাতা

১৫ই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।


কলকাতা, ১০ ডিসেম্বর:- আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ঐ দিন বিকাল ৪ টায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠানিক সূচনা হবে এই ফেস্টিভালের। উপস্হিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও অভিতাভ বচ্চন,জয়া বচ্চন ছাড়াও বিশিষ্ট রা।৫৭ টি দেশের ১০৭৮ টি সিনেমা থেকে বেছে ৪২ টি দেশের ১৮৩ সিনেমা প্রদর্শনীতে মনোনিত করা হয়েছে। তার মধ্যে ১৩০ টি ফিচার ফিল্ম, ৫২ টি শার্ট ও ডকুমেন্ট্রি সিনেমা মনোনীত হয়েছে। চলচ্চিত্র উৎসব ১০ টি জায়গায় ১৪ টি ক্যাটেগরিতে মোট ২৩১ টি শোতে দেখানো হবে।তার মধ্যে ৬৬ টি প্রতিযোগীতায় অংশ নিচ্ছেন। আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১৪ টি,জাতীয় প্রতিযোগীতায় ১৪ টি, এশিয়ান শিলেক্ট এ ৮ টি, ছোট ফিল্ম ২০ টি ও ১০ ডকুমেন্টরি প্রতিযোগীতায় অংশ নিচ্ছে। এছাড়াও থাকছে আলোচনা।

এবারেই প্রথম খেলাধুলার ওপর নির্মিত ছবি আলাদা ভাবে দেখানোর ব্যবস্থা করা হয়েছে। এবারের উৎসবে বিশেষ শ্রদ্ধা জানান হবে তরুণ মজুমদার,প্রদীপ মুখার্জি,শিব কুমার শর্মা ও এঞ্জেলা ল্যান্সব্যুরিকে। দিলীপ কুমার,অসিত সেন, হৃষিকেশ মুখার্জি সহ ৯ জন কে এবার শতবার্ষিকী সম্মান জ্ঞাপন করা হবে। সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা দেবেন চিত্র পরিচালক সুধীর মিশ্র। নন্দন ১, ২, ৩, রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, চলচ্চিত্র শতবার্ষিকী ভবন ও রবীন্দ্র-ওকাকুরা ভবন সহ মোট ১০ প্রেক্ষাগৃহে ছবি দেখানো হবে। উৎসব চলবে এ মাসের ২২ তারিখ পর্যন্ত। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, উৎসব কমিটি চেয়ারম্যান রাজ চক্রবর্তী,তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব শান্তনু বসু প্রমুখ।