এই মুহূর্তে জেলা

অনুষ্ঠান বাতিল করে শুভেন্দুর সভা, পুলিশের বিরুদ্ধে অধিকার লঙ্ঘনের অভিযোগ মানবাধিকার সংগঠনের।


সুদীপ দাস, ১০ ডিসেম্বর:- আগে আবেদন করা সংগঠনের অনুষ্ঠান বাতিল করে শুভেন্দুর সভা। বিশ্ব মানবাধিকার দিবসে পুলিশের বিরুদ্ধে অধিকার লঙ্ঘনের অভিযোগ মানবাধিকার সংগঠনের। ঘটনাটি হুগলীর সদর শহর চুঁচুড়ার। শনিবার বিশ্ব মানবাধিকার দিবস। চুঁচুড়ার মানবাধিকার কর্মী তথা আইনজীবী মলয় মজুমদার প্রতি বছর চুঁচুড়া ঘড়ির মোড়ে মানবাধিকার দিবস পালন করে। এবছরও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে শনিবার সেই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সেইমত গত ৬ই নভেম্বর এবিষয়ে লিখিত আকারে চুঁচুড়া থানা ও চন্দননগর কমিশনারেটকে বিষয়টি জানিয়ে রেখেছিলেন ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মলয় মজুমদার। অভিযোগ গতকাল মলয়বাবুকে চুঁচুড়া থানায় ডেকে মানবাধিকার সংগঠনের অনুষ্ঠান ঘড়ির মোড়ে করা যাবে না বলে জানিয়ে দেয় পুলিশ।

একই দিনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রকাশ্য সমাবেশের কারনেই পুলিশের এই সিদ্ধান্ত বলে জানান মলয়বাবু। আজ ঘড়ির মোড়ে না হলেও নিজেদের অনুষ্ঠান অবশ্য করেছেন মলয়বাবু। এদিন চুঁচুড়ার গঙ্গাতলায় বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়। সেখানে আইনজীবী মলয় মজুমদারের পাশাপাশি বেশ কয়েকজন মানবাধিকার কর্মী উপস্থিত ছিলেন। এদিন মলয়বাবু বলেন আমি আগেই পুলিশকে জানিয়েছিলাম। পাশাপাশি আমার অনুষ্ঠান জনস্বার্থে করা। কিন্তু সেই অনুষ্ঠান করতে না দিয়ে পুলিশ একটি রাজনৈতিক সংগঠনের অনুষ্ঠান করতে দিয়েছে। এটাও আখেরে অধিকার লঙ্ঘন।