এই মুহূর্তে জেলা

সন্ধ্যে নামলেই বসে মদ গাজার আসর, বন্ধ হাওড়ার স্বাস্থ্যকেন্দ্র।


হাওড়া, ৪ ডিসেম্বর:- প্রায় ৭০ বছর আগে কংগ্রেস আমলে তৈরি হওয়া স্বাস্থ্য কেন্দ্র গ্রামীণ হাওড়ার বাগনান এক নম্বরে ব্লকের বাঙালপুর পঞ্চায়েতের অন্তর্গত আদ্রা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। ৭০ বছর আগে কংগ্রেস আমলে এটি তৈরি হয় এবং দীর্ঘদিন ধরে মানুষকে সেবা করে আসছিল। এই স্বাস্থ্য কেন্দ্র বাম সরকারের সময়ও এই স্বাস্থ্য কেন্দ্রের নতুন করে কোন উন্নতি হয়ে ওঠেনি। এখন এটি ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। তার জন্য দুষ্কৃতীদের আনাগোনা বেড়েছে সন্ধ্যেবেলা হলেই বসে মদ গাজা ও অন্যান্য দুষ্কর্ম।

ডাক্তারের অভাবে ধীরে ধীরে এখন বন্ধ হয়ে গেছে এই স্বাস্থ্য কেন্দ্রটি। এই স্বাস্থ্য কেন্দ্র ঘুরে দেখলে দেখা যাবে যত্রতত্ত্ব পড়ে রয়েছে মদের বোতল গ্লাস ও চুল্লুর প্যাকেট দিনের বেলাতে এই স্থানটাই তাস খেলা ও লুডু খেলার আড্ডা হয়ে দাঁড়িয়েছে দুষ্কৃতীদের। সরকারও এই স্বাস্থ্য কেন্দ্রের দিকে মুখ তুলে তাকাচ্ছেন না এই ছবি দেখা যাচ্ছে গ্রামীণ হাওড়ার বাগনান এক নম্বর ব্লকের বাঙালপুর পঞ্চায়েতের অন্তর্গত আদ্রা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র।