এই মুহূর্তে কলকাতা

আবাস যোজনায় রাজ্যকে বঞ্চনার অভিযোগ চন্দ্রিমার


কলকাতা, ২৯ নভেম্বর:- আবাস যোজনা টাকা ঠিক মত দিচ্ছি না কেন্দ্র। অভিযোগ রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর। মঙ্গলবার বিধান সভা চলাকালীন তিনি নিজের ঘরে এই অভিযোগ করেন। মাত্র 11 লক্ষ 34 হাজার বাড়ির করার জন্য এখন পর্যন্ত বাড়ি করার জন্য টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। আরো অনেক টাকা রাজ্যের পাওনা আছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী অর্থ দফতর চন্দ্রিমা ভট্টাচার্য জানান যে পঞ্চায়েত দফতরের 2018 সালের সমীক্ষা একটি তালিকা প্রকাশ করা হয়েছে। তার ভিত্তিতেই এই আবাস যোজনা বাড়ি দেওয়ার কাজ চলছে। এছাড়া তার আরো অভিযোগ যে 100 দিনের টাকা ও আটকে রাখা হয়েছে। ফলে সমস্যা পড়তে হচ্ছে গরীব মানুষ দের। কেন্দ্র বলছে প্রকল্পের নাম বদল করা হচ্ছে। অথচ 100 দিনের কোনো নামই বদল হয়নি। তার পরেও টাকা পাওয়া যাচ্ছে না বলে এদিন পাল্টা অভিযোগ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য।