কলকাতা, ২৪ নভেম্বর:- একের পর এক নিয়োগ মামলা নিয়ে বিধানসভায় উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিধানসভায় অভিযোগ করে বলেছেন, যখনই কোনও নিয়োগ করতে যাই তখনই মামলায় আটকে যায়। বিধানসভা মারফৎ আদালতের কাছে আবেদন করেছেন তিনি মানুষের স্বার্থে যেন সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেছেন আদালত এমন কিছু করুন যাতে মানুষের সুবিধা হয়। অধিবেশনে রেশন-সংক্রান্ত এক প্রশ্নের প্রেক্ষিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বিরোধীদের উদ্দেশে বলেন, “কথায় কথায় আদালতে চলে যাচ্ছে। তাই নতুন করে নিয়োগ করা সম্ভব হচ্ছে না।” একই সঙ্গে তাঁর দাবি, আদালতে মামলা লড়তে লড়তে সরকারের সব টাকা শেষ হয়ে যাচ্ছে।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, যখনই আমরা নতুন কিছু করতে চাই, লোক নিতে চাই, কেউ না-কেউ কোর্টে যাচ্ছে। স্টে নিয়ে চলে আসছে। কোর্টে লড়তে লড়তে সব টাকা শেষ হয়ে যাচ্ছে। বিচারের বাণী যাতে নিভৃতে না-কাঁদে। আমি বিধানসভার মাধ্যমে কোর্টের কাছে আবেদন করছি যাতে মানুষের সুবিধা হয়। পাবলিক চায় দুয়ারে রেশন। কোর্ট দুয়ারে রেশনে বাধা হল। দুয়ারে রেশনের জন্য সরকার ডিলারদের আলাদা খরচ দিচ্ছে। ৪৮০ কোটি টাকা ইনসেন্টিভ হিসাবে দেওয়া হচ্ছে দুয়ারে রেশনের জন্য
ডিলারদের সঙ্গে আমি নিজে মিটিং করেছি। ৯৯% লোক ভালো থাকলে ১% লোক মনে করে আমি একা খাব। ফল সবাইকে খেতে হয়। আমি যত দূর হয় যাব। কারও গায়ের জোরে কাছে মাথা নত করব না। দুয়ারে রেশন হবেই। খাদ্য মন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন দুয়ারে রেশন মামলা নিয়ে খাদ্য দফতর সুপ্রিম কোর্টে যাচ্ছে।