এই মুহূর্তে জেলা

ডেঙ্গি নিয়ে বিশেষ ব্যবস্থা চাঁপদানি পৌরসভার।


হুগলি, ২২ নভেম্বর:- চাপদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র ডেঙ্গু নিয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন।এমনিতে প্রতিদিন ওয়ার্ড গুলিতে রাস্তা,নর্দমা, পুকুর পরিষ্কার করা হচ্ছে। তার পাশাপাশি ১৪ নং ওয়ার্ড এ বেশ কিছু ক্যামেরা বসানো হয়েছে। কারণ নাগরিকেরা যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলছে কিনা সেটা দেখার জন্য এই উদ্যোগ নিয়েছেন পৌরপ্রধান।তিনি জানতে পেরেছেন কেউ কেউ নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলছে না।

রাস্তার পাশে ফেলে দিচ্ছে।তাই জনগণের স্বার্থে এই ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় এক বাসিন্দা মালজি প্রসাদ আগরওয়াল সকলের উদ্দেশ্যে জানিয়েছেন আপনারা কেউ নোংরা এভাবে যেখানে সেখানে ফেলবেন না। ক্যামেরায় ছবি উঠছে। পৌরপ্রধান যার ছবি দেখবেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। চাপদানি পৌরসভা এলাকায় তেমন ভাবে ডেঙ্গুর প্রভাব পড়েনি বলে জানিয়েছেন চেয়ারম্যান। আর প্রতিটি ওয়ার্ড এ নজর রাখছেন তিনি এবং তার টিম। সুরেশ বাবু বলেন বাইরে থেকে কেউ কেউ ডেঙ্গু নিয়ে আসছে। চাপদানি পৌরসভা ১৩ টি পৌরসভার মধ্যে দ্বিতীয় পজিশনে আছে।