কলকাতা, ১৮ নভেম্বর:- গাড়ির ধাক্কায় এক শিশু মৃত্যুর ঘটনায় অসংবেদনশীল মন্তব্য করায় তৃণমূল কংগ্রেস সাংসদ আবু তাহেরকে রাজ্য শিশু সুরক্ষা কমিশন ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে। দুর্ঘটনায় মৃত শিশুটির মা এবং পরিবারের কাছে তাঁকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে রাজনীতি করার অধিকার সবার আছে। কিন্তু তিন বছরের শিশুকেও রাজনীতিতে টেনে আনা হয়েছে। এই কাজ অত্যন্ত নিন্দনীয়। আবু তাহের অত্যন্ত অসংবেদনশীল মন্তব্য করেছেন।তাই তাঁকে ক্ষমা চাইতে হবে। তিন দিনের মধ্যে সাংসদকে জবাব দিতে হবে। উত্তর না পেলে পুলিশে এফআইআর করা হবে। মুর্শিদাবাদের জেলাশাসক ও এসপিকে বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে বলেও জানিয়েছে কমিশন। উল্লেখ্য, বুধবার বিকেলে মুর্শিদাবাদের পিঁপড়াখালি এলাকায় আবু তাহেরের গাড়িতে ধাক্কা লেগে মৃত্যু হয় চার বছরের এক শিশুর। এ ঘটনায় শিশুটির মায়ের গাফিলতি রয়েছে বলে মন্তব্য করেন সাংসদ।
তা নিয়েই স্বতঃপ্রণোদিতভাবে সক্রিয় হয়েছে শিশু সুরক্ষা কমিশন। আবু তাহের বহরমপুরে যাচ্ছিলেন। হাসিম সরকার নামে শিশুটি রাস্তাতেই খেলা করছিল। আচমকা সাংসদের গাড়ির সামনে চলে আসে। ধাক্কা লাগার পর আবু তাহেরই শিশুটিকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। কিন্তু বাঁচানো যায়নি তাকে। তাহের বলেন, দুর্ঘটনা যখন হয় তখন শিশুটির কাছে ওর মা ছিল না। ও একাই রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। মায়ের কোল থেকে কোনওভাবে বেরিয়ে আসে শিশুটি। তাহের আরও বলেন, দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ৫০-৬০ জন গাড়ির কাছে ছুটে আসে। কিন্তু তখনও মায়ের দেখা পাওয়া যায়নি। তিনি অনেক পরে ফিরে আসেন। শিশুটিকে তৃণমূল সাংসদ হাসপাতালে নিয়ে গিয়েছিলেন একথা স্বীকার করলেও এক প্রত্যক্ষদর্শী জানান, গাড়িটি দ্রুতগতিতে আসছিল। মুর্শিদাবাদের পুলিশ সুপারিনটেন্ডেন্ট জানিয়েছিলেন, গাড়িটি বাজেয়াপ্ত হয়েছে এবং আবু তাহের খানের চালক আলমগির মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে।