এই মুহূর্তে জেলা

৩৬টি গাছের চারা বসিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা।


হাওড়া, ৭ নভেম্বর:- ৩৬এ পা দিলেন অভিষেক, তাই ৩৬টি গাছের চারা বসিয়ে প্রিয় নেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানাল যুব তৃণমূল। আজ ৭ নভেম্বর। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের ৩৬তম জন্মদিন। এই উপলক্ষে দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে প্রিয় নেতার জন্মদিনের সকালটা একটু অন্যভাবে উদযাপন করলেন দলের কর্মীরা।

দক্ষিণ হাওড়ায় দলের যুব সভাপতি প্রিতম দাসের আয়োজনে এদিন দক্ষিণ হাওড়ার বিভিন্ন এলাকায় ৩৬টি গাছের চারা রোপন করা হলো। এই অভিনব কর্মসূচির মাধ্যমে বার্তা দেওয়া হলো সবুজ বাঁচাতে পৃথিবীতে অধিক সংখ্যক বৃক্ষরোপণ ও সবুজায়নে গুরুত্ব দিতে হবে। প্রিতম দাস জানান, তারুণ্যের প্রতীক সবুজ সেনার সেনাপতি অভিষেক বন্দোপাধ্যায়কে সবুজ অভিনন্দন জ্ঞাপনের মাধ্যমে তাঁর শুভ জন্মদিন পালন করলাম আমরা।